ফেনীর সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফেনীর সোনাগাজী উপজেলার লক্ষীপুরের গণধর্ষণ মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন রাজুকে (৩৪) গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুর রহমান রাতে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করেন।
আজ তাকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসান এর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আসামি রাজু মঙ্গলকান্দি ইউপির লক্ষীপুর গ্রামের তমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত মোঃ হোসেন এর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০০ বছরের পুরোনো কাইকারটেক হাট
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং, আনুমানিক সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় এক গৃহবধূকে একা পেয়ে আসামি রাজু ও তার অপর এক সহযোগী সবুজসহ ভিকটিমকে লক্ষীপুর সাকিনস্থ বাদল চেয়ারম্যানের মাছের প্রকল্পের পূর্ব পাশে জনৈক মৃত সোবহান এর পরিত্যক্ত ভিটার গাছের নিচে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে ঐ গৃহবধূ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
উক্ত মামলা নং ০১, তাং ২/৩/২৫, ধারা: ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০। গ্রেফতারকৃত রাজু উক্ত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। মামলার অপর আসামি সবুজকে ইতিপূর্বে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও ইয়ার গানসহ যুবক আটক