আগরতলায়ও বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত, নিরাপত্তাজনিত উদ্বেগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিশনটির কনসুলার ও ভিসাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, সার্জিও গোরকে প্রধান উপদেষ্টা

এর আগে একই দিন সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনেও এ বিষয়ে একটি নোটিশ টানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিশনগুলোর সামনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ

প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ডিসেম্বর) এবং পরদিন রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে তারা বাংলাদেশিদের ভারত ত্যাগের আহ্বান জানায়, যা নিয়ে কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়।

বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে ভিসা ও কনসুলার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।