খুলনা মহানগরীর একটি হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

খুলনা নগরীতে বিষাক্ত বাংলা মদ পানে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজন অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রেক্টিফায়েড স্পিরিট দিয়ে তৈরি বাংলা মদের সঙ্গে চুনের পানি ও ঘুমের ট্যাবলেট মিশিয়ে এই মদ তৈরি করা হয়েছিল। মদ্যপানের কিছু সময় পর ভুক্তভোগীরা তীব্র পেটব্যথা ও অসুস্থতা অনুভব করেন এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একে একে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের পরিবারগুলো শুরুতে ঘটনাটি গোপন রাখলেও সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, “বিষাক্ত মদ পানে মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত চলছে।”
আরও পড়ুন: সৌন্দর্যের স্বর্গরাজ্য ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল?
স্থানীয়দের মধ্যে ঘটনার পর চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।