বাউফলে ব্রিজের সাথে ধাক্কা লেগে ড্রাইভারের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

Sanchoy Biswas
মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী)
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৩:১৭ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বালু ভ‌র্তি কার্গো (বাল্কহেড) নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সাথে ধাক্কা লেগে ড্রাইভার মো. শা‌কিব (২২) এর দেহ থেকে মাথা চি‌চ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দি‌কে উপ‌জেলার কা‌ছিপাড়া ইউনি‌য়নের পাকডাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে ওই ঘটনা ঘটেছে। নিহত শা‌কিব উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়া‌র্ড এলাকার মো. কবির মৃধার ছেলে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক‌টি বালু ভর্তি কার্গো  (বাল্কহেড) ভ‌র্তি বালু নিয়ে  কা‌ছিপাড়া ইউনিয়নের কারখানা থেকে দেওপাশা যাচ্ছিলেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রীজের নিচ দিয়ে  অ‌তিক্রম করার সময় সা‌কিব ওই বাল্কহেডের উপর বসা ছিলেন।  ব্রীজ‌টির উচ্চতা কম হওয়ার অসাবধানতার ব্রীজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার (ড্রাইভার  শাকিব) এর দেহ থেকে  মাথা বি‌চ্ছিন্ন হয়ে খালে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর রিয়াজ সূত্রে জানাযায়। পরে স্থানীয়ারা থানা পুলি‌শকে খবর দিলে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে পু‌লিশ।