এনসিপি নেতার সঙ্গে ছবি তোলায় বিএনপির নেতাকে নোটিশ

নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সাথে স্থানীয় বিএনপির একনেতা ছবি তোলায় কারণ দশানোর নোটিশ দিয়েছেন উপজেলা বিএনপি।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় বেলাব উপজেলা বিএনপির প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আহসান হাবিব আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল উল্লাহ তপনকে এই নির্দেশ দেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক
সূত্রে জানা যায়, বুধবার বেলা আড়াই ঘটিকায় আমলাব ইউনিয়নের ওয়ারী বটেশ্বর গ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ ভ্রমণে গেলে সেখানে উপস্থিত ছিলেন আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল উল্লাহ তপন। তিনি সেখানে এনসিপির নেতৃবৃন্দের সাথে ছবি তুলেন এবং তা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপির আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব। তিনি নোটিশে উল্লেখ করেন দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না তা জানতে নোটিশ প্রাপ্তির ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে দাখিল করতেও বলা হয়। এই নোটিশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নটিজেনেরা পক্ষে-বিপক্ষে তাদের নানারকম মন্তব্য প্রকাশ করতে থাকেন।
আরও পড়ুন: ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ১