নাসিরনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি এবং গুণিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিতু মিয়াকে ৩ আগস্ট রাত ০৮.০০ টায় বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাত অনুমান ৮টার দিকে নাসিরনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেছে। জানা যায় ২০২৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক(বর্তমানে বহিষ্কৃত) শাহ আলম পাঠান বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে দায়ের করা মামলার ২৮ নং এজাহারভুক্ত আসামি মো. জিতু মিয়া। নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মো. সোহেল শিকদার ‘বাংলাবাজার পত্রিকা’কে জিতু মিয়ার গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাত আনুমানিক ৮.০০ টার দিকে পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে জিতু মিয়াকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান