হাজারো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলার ১২টি উপজেলার তৃণমূলের হাজারো হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি গণ-মিছিলে লোকে লোকারণ্য হয়ে ওঠে।
আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক
আজ বুধবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছনগর বক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন।
আরও পড়ুন: নিজ ঘর থেকে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, অ্যাড. মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক, অ্যাড. শেরেনুর আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, নুরুল আলম প্রমুখ।
বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান।