রামগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চোরাইকৃত ১টি মোটরসাইকেল সহ বুলেট অপু (২৩) ও শাহজাহান (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দিবাগত গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা পেট্রোল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্রেফতারকৃত বুলেট অপু চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আকরাম উদ্দিন পন্ডীত বাড়ির মিজান হোসেনের ছেলে, অপর জন নাম শাহজাহান একই ইউনিয়নের হরিশ্চর লোচার বাড়ির মো. ইউসুফের ছেলে।
জানা গেছে , গত ৩০ জুলাই রাতে রামগঞ্জ বাজার ব্যবসায়ী চন্দন মজুমদারের মোটরসাইকেল ও নগদ ৪ লক্ষ টাকা ছিনতাই হয়। এ বিষয়ে ভুক্তভোগী চন্দন রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে রামগঞ্জ থানার এস আই সাব্বির, এএসআই মনির হোসেন,এএসআই মোরশেদ ও মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক সহ একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অপু ও শাহজাহানকে আটক করে পরে তাদের কে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।





