শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের দূর্লভপুর মধ্যপাড়া গ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়ন ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বস্ত্র বিতরণ করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

বস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে মহিয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শুধু কারাগারে নিক্ষেপ করাই হয় নাই, প্রতিহিংসার এবং শাস্তি দেয়ার জন্য, কষ্ট দেয়ার জন্য তাঁকে পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়েছিল। সেখানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তিনি।

অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, স্যাঁতসেঁতে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় তাঁকে অসুস্থ করা হয়। আমাদের ধারণা তাঁকে সেখানে বিষ প্রয়োগ করা হয়েছে, যার জন্য তাঁর লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা মনে করি এবং মনে করার যথেষ্ট যৌক্তিক কারণও আছে।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক দল যাদের মধ্যে জনগণের কোন ভিত্তি নাই। যারা জনগণের মধ্যে এখনো কোন অবস্থান তৈরি করতে পারে নাই। যারা মনে করে যে নির্বাচন হলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না, আজকে তারাই এই নির্বাচনের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তারা নানা ধরনের বক্তব্যও দিয়ে যাচ্ছে।

উপজেলা বিএনপি নেতা ও বরমী ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল আকন্দ রনি’র সভাপতিত্বে করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা মোক্তারুল করিম মোড়ল শামীম, এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।