গণপিটুনির পর কারাগারে, আদালতে জামিন পেলেন আজিজুর রহমান
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া ও পরে কারাগারে পাঠানো রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী আদালতে আজিজুর রহমানের জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
এর আগে, গত শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
পরদিন শনিবার (১৬ আগস্ট) আজিজুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, আজিজুর রহমান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নিজ উদ্যোগে ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে যান। তবে কী কারণে তিনি গণপিটুনির শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা কীভাবে হয়েছে—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই একজন সাধারণ রিকশাচালকের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশের এই প্রচেষ্টাকে সম্মান জানান এবং তার বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থার নিন্দা করেন।





