কাশিয়ানীতে জাতীয় মৎস্য সপ্তাহ'র উদ্বোধন

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়।

আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, আহত ৭

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ মজুমদারের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, সফল মৎস্যচাষী মোঃ আখিলুর ইসলাম।

এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো: এমদাদুল হক, খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সিফাত সহ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নরসিংদীতে ১৭ মামলার আসামি গ্রেফতার, অস্ত্র–মাদক ও গানপাউডার উদ্ধার

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান মৃধা, গীতা পাঠ করেন বিধান চন্দ্র বিশ্বাস এবং বাইবেল পাঠ করেন সিরিজ অধিকারী।

বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ আহরণ ও সংরক্ষণে সবার সচেতনতা জরুরি। মাছ চাষের উপর গুরুত্ব, এবং দেশী মাছ সংরক্ষন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামীতে মাছ চাষের জন্য জলাশয় ও পুকুর কে উপযোগী করে ঘরের চাহিদার পাশাপাশি লাভ জনক ভাবে চাষ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য প্রতিবছর মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরা এবং মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য সরকারিভাবে এ আয়োজন করা হয়।