ডাকসু নির্বাচনে মোট প্রার্থী ৫৬৫ জন, হল সংসদ নির্বাচনে ১ হাজার ২২৬ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে মোট ৫৬৫ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই সঙ্গে ১৮টি হল সংসদ নির্বাচনে ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
আরও পড়ুন: বানোয়াট রেকর্ড দিয়ে হেনস্তা, চক্রান্তে গুপ্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সাংবাদিক
তিনি বলেন, "আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এর আগে ১৪২ জন ফরম সংগ্রহ করেছিলেন। ফলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।"
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি জানান, ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, "আমরা আসলে আচরণবিধির সে রকম লঙ্ঘন পাইনি। সবাই সর্বোচ্চ পাঁচজন করে সমর্থক নিয়ে এসেছেন। আমরা তাদের বলেছি লবিতে স্লোগান না দিতে।"
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থানবিরোধী ভূমিকা: ১৯ শিক্ষকসহ ৬১ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ