হাসপাতাল থেকে নবজাতক চুরি, ১২ ঘণ্টা পর উদ্ধার

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হওয়ার ১২ ঘণ্টা পর ওই নবজাতককে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। উদ্ধার হওয়া নবজাতক শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকেলে শহরের বাসাইল এলাকায় অবস্থিত ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। পরে মা ও নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়। এরপর ওই নবজাতক রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নিখোঁজ হলে নবজাতকের স্বজন ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন পটুয়াখালী জেলা মহিলা দল সভাপতি আফরোজা সীমা

নবজাতকের মা মিথিলা বলেন, জনৈক এক ব্যক্তির নাম শুনে আমাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখানোর পর বলে আজ দুপুরেই সিজার করাতে হবে। দেরি হলে মা ও সন্তানের সমস্যা হতে পারে। যা কিছু করার দ্রুত করতে হবে। তাদের কথামতো আমার স্বজনরা সিজার করার সিদ্ধান্ত নেন। সিজারের পর আমাদের দু’জনকে একটি ঘরে রাখা হয়। হাসপাতালের স্টাফ পরিচয়ে প্রতিনিয়ত ওই ঘরে লোকজন আসা-যাওয়া করতেন। তাদের চলাফেরা ছিল সন্দেহজনক। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পুলিশকে, যারা আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিয়েছেন এবং সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ী গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক দিন বয়সী নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কাপাসিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত