রঙ ফর্সাকারী ক্রিমে যে ভয়ংকর ক্ষতি হচ্ছে আপনার

দেশের বাজারে রঙ ফর্সাকারী ক্রিমের চাহিদা এখন তুঙ্গে। আগে-পরে তুলনামূলক ছবি, চটকদার বিজ্ঞাপন আর গায়ের রঙকে সামাজিক সফলতার মাপকাঠি বানিয়ে বিশেষত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে এসব ক্রিম ব্যবহারে।
কিন্তু এসব ক্রিমের উপাদান আসলে কী? কতটা নিরাপদ? এসব বিষয়ে অধিকাংশ ভোক্তা এখনো অন্ধকারে।
আরও পড়ুন: সপ্তাহে কতবার ফ্রিজ বন্ধ করা উচিত, জানেন কী?
স্কিনেজ ডার্মাকেয়ারের চীফ কনসালটেন্ট ডা. তাসনিম তামান্না হক RTV অনলাইনকে জানিয়েছেন, বাজারে চলমান বেশিরভাগ রঙ ফর্সাকারী ক্রিমে উচ্চমাত্রার স্টেরয়েড (যেমন Betnovate) ব্যবহৃত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ত্বকের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।
স্টেরয়েডযুক্ত ফর্সাকারী ক্রিমের ক্ষতিকর প্রভাব:
আরও পড়ুন: যে কারণে বৃষ্টির দিনেই খিচুড়ি খেতে ইচ্ছে হয়
🔹 ত্বকের ক্ষতি:
- ত্বক অতিরিক্ত পাতলা হয়ে যাওয়া
- ভাঁজের স্থানে কালচে দাগ
- ব্রণ, ফাংগাল ইনফেকশন বেড়ে যাওয়া
🔹 অভ্যন্তরীণ ক্ষতি (সিস্টেমিক এফেক্ট):
- এড্রিনাল ইনসাফিশিয়েন্সি: কর্টিসোল হরমোন নিঃসরণ কমে যাওয়া
- লক্ষণ: লো ব্লাড প্রেশার, মাথা ঘোরা, ওজন কমে যাওয়া, ত্বক কালো হওয়া
- প্রজনন সমস্যা: নারীদের ওভুলেশন সমস্যা ও গর্ভধারণে জটিলতা
- যৌন অনাগ্রহ: বিবাহিত দম্পতিদের জন্য মানসিক ও শারীরিক প্রভাব
একজন স্কিন বিশেষজ্ঞ হক বলেন, কোনো ক্রিম ব্যবহারের আগে অবশ্যই লেবেল চেক করুন। যদি লেবেল না থাকে, বা ‘তিন দিনে রঙ ফর্সা করার নিশ্চয়তা’ দেয়—সেসব প্রোডাক্ট থেকে দূরে থাকুন। নিজেকে ভালোবাসুন নিজের মতো করেই।