জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

আগামী জাতীয় নির্বাচন ‘জুলাই সনদ’ ভিত্তিক হতে হবে এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার আগামী ৫ আগস্ট যে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছে, সেটিকে স্বাগত জানালেও তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত না হলে গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলেও মনে করছেন এনসিপির এই নেতা।
শনিবার (২ আগস্ট) রাজধানীতে দলীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি স্লিপে স্বামীর জায়গায় নাম লিখায় তুষারের বিচার চাইলেন নীলা
তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে হবে। এর অধিকাংশ বিষয়ের ওপর ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে। এখন বাস্তবায়নের আইনি ও সাংবিধানিক পথ নির্ধারণ জরুরি। সংস্কারের দায়িত্ব নির্বাচিত নয়, বরং অন্তর্বর্তী সরকারেরই হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন ও পরবর্তী সংসদ গঠিত হবে এই সনদের ভিত্তিতে। এই দাবি আদায়ে রাজনৈতিক ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: জাপার চেয়ারম্যান হলেন আনিসুল, মহাসচিব রুহুল আমীন
নাহিদ আরও বলেন, ‘‘ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা এখনো বহাল। সেটিকে চ্যালেঞ্জ করতেই আমরা রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করব।’’
সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো কার্যক্রম কিংবা এই নাম ব্যবহার করে অপকর্ম বরদাস্ত করা হবে না। দলের পক্ষ থেকে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’