রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকার হত্যা মামলার অন্যতম আসামি শাহীন আকন্দ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হিরনালে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ফেসবুক লাইভে এসে শান্ত সরকার নামের এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি চিহ্নিত মাদককারবারি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ পলখান এলাকার বাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তিন মাস পূর্বে শান্ত সরকার হত্যাকাণ্ডে তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জন নামীয় আসামিকে করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে গত রাতে র্যাব-১ এর সিপিএসসি-৩-এর একটি দল গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন। আমরা আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করেছি।
আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান
এর আগে যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ এপ্রিল, সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্ত। গত ১১ এপ্রিল শান্ত সরকারের ওপর হামলা করে গুরুতর আহত করে যুবদল নেতা আসাদ ফকির ও শাহীন গংদের নেতৃত্বে একদল সন্ত্রাসী।