পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থান'২৪ স্মরণে জেলা প্রশাসনের নানা আয়োজন

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান'২৪’-এর শহিদদের স্মরণে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও সম্মিলন।

মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ৯টায় শহিদ হৃদয় তরুয়ার মঠ (পটুয়াখালী মহাশ্মশান) এবং শহিদ বাচ্চু হাওলাদারের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন। পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন’। এতে শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীন, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে উঠেছে। তাঁদের রক্তের ঋণ শোধ করার নয়, তাঁদের আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের প্রতিরোধের সাহসী উচ্চারণ, যা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

এই আয়োজনে অংশ নিয়ে পটুয়াখালীবাসী নতুন করে স্মরণ করলেন শহিদদের আত্মত্যাগ এবং ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াবার অঙ্গীকার।