ভোলায় ছাত্রদলের ক্লাবে অবরুদ্ধ করে দুই ভাইকে কুপিয়ে জখম

Sadek Ali
এম শাহরিয়ার ঝিলন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে ছাত্রদলের ক্লাবে নিয়ে অবরুদ্ধ করে মোটরসাইকেল মেকার দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত মো. রতন।

সোমবার (১১ আগস্ট) উপজেলার দুলারহাট থানা সদরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হামলাকারি মোকছেদ রানা উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আবুল বাসার একই ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হামলার শিকার মোঃ রতন ও নুরউদ্দিন দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মো. সফিজলের ছেলে।

আহত রতন জানান, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে সে টিকেট কেটে ভিতরে প্রবেশ করে। এসময় কোন কারন ছাড়াই নুরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোকছেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা ছাত্রদলের ক্লাবে নিয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ভাইকে বাঁচাতে রতনের ছোট ভাই নুরউদ্দিন ছুটে আসলে তাকেও অবরুদ্ধ করে। পরে মোকছেদ ও আবুল বাসারসহ আরো কয়েকজনে মিলে রড দিয়ে দুই ভাইকে এলোপাথারি মারধর করে। এসময় রতনকে মোকছেদ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে গেলে ছোট ভাই নুরউদ্দিনে মাথায় কোপ লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। তবে মামলার প্রস্তুতি করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এই বিষয়ে জানতে ছাত্রদল নেতা মোকছেদ ও আবুল বাসারকে ফোন করলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য জানাযায়নি।

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, এরকম একটি বিষয়ে খবর শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।