বৈঠকে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার সঙ্গে ৮ সমঝোতা সই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪২ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হয়।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

এর আগে ড. ইউনূসকে পুত্রজায়ায় পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। একান্ত বৈঠকের আগে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়ার রাজধানীতে পৌঁছান ড. ইউনূস। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয় অগ্রাধিকার পাচ্ছে। প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়ী সম্মেলনেও অংশ নেবেন। আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।

সফরকালে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।