ট্রাম্পের শুল্কনীতিতে বিপাকে ভারত, মার্কিন অর্ডারে সুবিধায় বাংলাদেশ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪৪ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বিপাকে পড়েছে ভারতের রপ্তানি খাত। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যেই কার্যকর হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর হলে শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে পৌঁছাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

শুল্ক বৃদ্ধির প্রভাবে মার্কিন ক্রেতারা ভারতীয় ব্যবসায়ীদের নতুন অর্ডার বাতিল বা স্থগিত করছেন। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ছে। ক্রেতারা এখন বিকল্প হিসেবে কম শুল্কযুক্ত দেশগুলোর দিকে ঝুঁকছেন—এর মধ্যে অন্যতম বাংলাদেশ।

আরও পড়ুন: সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ইরান: আইআরজিসি

বাংলাদেশের তৈরি পোশাক খাতে এর প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। বিজিএমইএ–এর এক পরিচালক জানিয়েছেন, এ বছর মার্কিন ক্রয়াদেশ গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। ভারতের বাতিল হওয়া অনেক অর্ডারই এখন বাংলাদেশি কারখানাগুলোতে স্থানান্তরিত হচ্ছে, ফলে কাজের চাপ এবং রপ্তানি প্রবৃদ্ধি—দুটিই বেড়েছে।

তবে বিজিএমইএ বলছে, এই প্রবণতা স্থায়ী হবে কি না, তা নির্ভর করছে ভারত–মার্কিন বাণিজ্য আলোচনার ওপর। যদি দুই দেশ নতুন কোনো সমঝোতায় পৌঁছায়, তবে মার্কিন ক্রেতারা আবার ভারতের দিকে ফিরতে পারেন।

আরও পড়ুন: ইসরায়েলের গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে কঠোর পদক্ষেপ নিতে হবে

শুধু ভারত নয়, চীনও একই সংকটে পড়েছে। শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাজার ধরে রাখতে চীনের কয়েকজন উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। পোশাক খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, চীনা উদ্যোক্তারা দেশে নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছেন।