পুলিশের ৭ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
বাংলাদেশ পুলিশের সাতজন ডিআইজিকে এসএসবির সুপারিশ মোতাবেক পুলিশের সুপার নিউ মারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্ব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উন্নতির এই আদেশ জারি করা হয়।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মোঃ আলী হোসেন ফরকির, জি এম আজিজুর রহমান, মোঃ সরওয়ার, মোঃ মোস্তফা কামাল, কাজী মোঃ ফজলুল করিম, মোঃ রেজাউল করিম ও মোঃ আহসান হাবীব পলাশ। তাঁরা বিভিন্ন বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।
আরও পড়ুন: বিএনপি নেতার মৃত্যু নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ আগস্ট জারি করা আদেশে নবশিষ্ট্য অতিরিক্ত আইজিপি হিসেবে সুপার নিউমারি ওদের বিপরীতে পদোন্নতি দেয়া হলো। পদগুলোতে কর্মরত ব্যক্তিগণের পদোন্নতি অবসর অপসারণ বা অন্য কোন কারণে শূন্য হলে স্বয়ংক্রিয় ভাবে পদ বিলুপ্ত হবে। পদোন্নতি প্রাপ্তগণ বহাল থাকবেন এবং পদ সিজন থেকে এক বছর পর্যন্ত এর কার্যকাল থাকবে।
আরও পড়ুন: ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি ঢাকা রেঞ্জ





