শিল্প প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা উদ্ধারে প্রতারণায় দুই সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার একটি কারখানায় ঢুকে গ্রেপ্তারের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের প্রগতির মোড় এলাকার ওরিয়ন গ্রুপের প্রধান অফিস থেকে তাদের গ্রেপ্তার করে শিল্পাঞ্চল থানা পুলিশ।
এরা হলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার পরিচয় দেওয়া মোঃ নিয়ামত আলী ও শিল্প পুলিশের সাব-ইন্সপেক্টর রেজাউল করিম পাটোয়ারী।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, আহত ৭
গ্রেপ্তারের পরে নিয়ামত আলী স্বীকার করেন তিনি সিআইডিতে এখন কর্মরত নন। ২০১২ সাল থেকে তিনি অবসরে আছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার থাকা অবস্থায় অবসরে যান।
অন্যদিকে রেজাউল করিম পাটোয়ারী স্বীকার করেন তিনি শিল্প পুলিশে কর্মরত থাকাকালীন ২০২৩ সালে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরাসরি ঘুষ দিতে যাওয়ার অপরাধে চাকরিচ্যুত হন।
আরও পড়ুন: নরসিংদীতে ১৭ মামলার আসামি গ্রেফতার, অস্ত্র–মাদক ও গানপাউডার উদ্ধার
এরা দুজন নিজেদেরকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তেজগাঁও শিল্প এলাকার ওরিয়ন গ্রুপে আসেন এবং ৫০ লাখ টাকা দাবি করেন। বলেন, এখন না দিলে পরে আরো পাঁচ লাখ টাকা মিলে ৫৫ লাখ টাকা আদায় করা হবে। এর সমর্থনেই তারা একজন পাওনাদারের আবেদন তাদেরকে দেখান।
চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর রেজাউল করিম পাটোয়ারী তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পোশাক পরেছিলেন। আর সিআইডির বিশেষ পুলিশ সুপার পরিচয় দেওয়া নিয়ামত আলী সাদা পোশাকে ছিলেন।
খবর পেয়ে শিল্পাঞ্চল থানা পুলিশের কর্মকর্তারা গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। চাঁদাবাজির এই ঘটনা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রগতির মোড়ে ওরিয়ন গ্রুপের অফিসে ঘটে।
ওরিয়ন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মুখলেসুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, এর পেছনে আরো কারা রয়েছে তাদের খুঁজে বের করা গেলে একটা বড় চক্রের সন্ধান মিলবে।
প্রতারণার ঘটনায় আটক হওয়া অবসরপ্রাপ্ত এই দুই পুলিশ কর্মকর্তাকে শিল্পাঞ্চল থানা হাজতে রাখা হয়েছে।