নবীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:২৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।

আরও পড়ুন: শেরপুর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন

‎আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ আক্কাছ আলী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা ও ঐক্যবদ্ধ নবীনগরের আহ্বায়ক মাসুদুল হক মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশবান্ধব চাষাবাদ, অভয়াশ্রম সৃষ্টি ও স্থানীয় মাছ সংরক্ষণে সবাই একযোগে কাজ করলে জাতীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: কাপলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ৬ বগি বিচ্ছিন্ন