নবীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ আক্কাছ আলী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা ও ঐক্যবদ্ধ নবীনগরের আহ্বায়ক মাসুদুল হক মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশবান্ধব চাষাবাদ, অভয়াশ্রম সৃষ্টি ও স্থানীয় মাছ সংরক্ষণে সবাই একযোগে কাজ করলে জাতীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান