নরসিংদীতে চাচার হাতে ভাতিজা খুন

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে চাচার দায়ের কোপে ভাতিজা খুন হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বিকেলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

নিহত জুয়েল মিয়া (৩৬) উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। এ ঘটনায় ভাতিজার স্ত্রী রিনা বেগমও (২৫) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের জমিতে চারাগাছ লাগানোকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও তার চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় তিস্তা নদীর উপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন

একপর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে জুয়েল ও তার স্ত্রী রিনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।