সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, পুড়লো ১০ সিএনজি ও বাস

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবস্থিত একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ১০টি সিএনজি, একটি বাস এবং গ্যাস স্টেশন পুড়ে গেছে। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: পদ্মার ভাঙনের আতঙ্ক, হুমকির মুখে লৌহজংয়ের মানচিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস আউশকান্দি সিএনজি গ্যাস স্টেশনে আসে। সকাল ৬টার দিকে বাসটিতে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাস নলেজ (পাইপ) ছিঁড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় স্টেশনে গ্যাস নিতে আসা ১০টি সিএনজি ও উক্ত বাসটি সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের গাড়িচালক ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। বিস্ফোরণের সময় গ্যাস ভরছিলেন স্টেশনের কর্মী রাসেল (২৫)। তার পাশেই ছিলেন স্টেশনের ম্যানেজার জয়নাল আবেদিন (৪০)। তারা দুজনই আহত হয়েছেন। এছাড়া আরও ৪ জন সিএনজি চালক আহত হয়েছেন। তাদের নাম এখনও জানা যায়নি।

আরও পড়ুন: শার্শার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাচারকারীসহ আটক ৮

স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিনতলার মধ্যে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে উঠে দেখি চারপাশে আগুন। প্রাণ বাঁচাতে আমরা তিনজন পেছনের ধানের জমিতে লাফ দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে ১০টি সিএনজি, একটি বাস এবং পাম্প পুড়ে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।