জেলা প্রেসক্লাব নরসিংদীর জরুরি সভা অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা এবং জেলার কর্মরত মূলধারার সাংবাদিকদের মাঝে অন্তদ্বন্দ্ব ও কলহ বিরাজসহ বিভিন্ন ধরনের উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে জেলা প্রেসক্লাব নরসিংদীর উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার মোড়ে জেলা প্রেসক্লাব নরসিংদীর অস্থায়ী কার্যালয়ে সভাপতি শফিকুল ইসলাম মতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আগত সাংবাদিকরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি যৌথ বিবৃতির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা অদূর ভবিষ্যতে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক