বাউফলে ডাকাতির অভিযোগে স্থানীয়দের হাতে দুই ডাকাত আটক, গণপিটুনিতে নিহত ১

Any Akter
মোঃ জসীম উদ্দিন, বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদের মধ্যে এক ডাকাত গনপিটুনিতে নিহত হয়েছে। মোঃ রাজীব (২৮) নামে আন্য জন আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসাধীন আছে। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। ডাকাতি শেষে যাওয়ার সময় ভুক্তভোগীরা চিৎকার করলে স্থামীয়রা ঘটনাস্থল থেকে  দুইজনকে আটক করে। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে আটক দুজনের মধ্যে একজন নিহত হয়। নিহত ব্যক্তির নাম এখন পর্যন্ত জানা যায়নি।  অন্য একজন আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে আছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আটক করা হবে।