রক্তাক্ত পিরোজপুরের ভান্ডারিয়া! দিনদুপুরে ছুরিকাঘাতে খুন বিএনপি নেতা ঝন্টু

Sanchoy Biswas
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু (৪৮)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রেজাউল করিম ঝন্টু ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

স্থানীয়রা জানান, ঘটনার সময় কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ রুবেল (৩৫), মজিবুর রহমান খানের ছেলে, প্রথমে ঝন্টুর বুকে ছুরিকাঘাত করে। ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে রুবেল সেখানে গিয়েই ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, রুবেলের নানা অপকর্মের প্রতিবাদ করে আসছিলেন ঝন্টু। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।