উত্তরা ইপিজেডে শ্রমিক-প্রশাসন সংঘর্ষে নিহত ১, আহত ৮

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চার দিন ধরে চলা শ্রমিক আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছে। এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলেও আন্দোলন থামেনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিক হাবিব ইসলাম (২০)। সংঘর্ষে আরও আটজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরা বিজিবির অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সংঘর্ষে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, ইটপাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, টানা আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশে পুনরায় চালুর কথা জানানো হবে।

আরও পড়ুন: সাতক্ষীরা ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

শ্রমিকরা ২০ দফা দাবি তুলেছেন, যার মধ্যে রয়েছে উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিত করা, বেতন ও ভাতা সময়মতো পরিশোধ, ছুটি প্রদান, গর্ভবতী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা এবং চাকরিচ্যুতির বিষয়গুলো।

শ্রমিক সোহাগ হোসেন বলেন, আমরা চার দিন শান্তিপূর্ণভাবে দাবি তুলেছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো আলোচনা করেনি। উল্টো আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।