সাতক্ষীরা ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাণিজ্য ব্যবস্থাপনার প্রতিকূলতা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা রাজস্ব আদায় করেছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওই অর্থবছরে এ বন্দরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত আদায় হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

কাস্টমস সূত্রে জানা গেছে, ভোমরা বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন ও দ্রুত পণ্য ছাড় ব্যবস্থার কারণে বড় আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। এছাড়া পথে-প্রান্তরে চাঁদাবাজির প্রবণতা না থাকায় ব্যবসায়ীরা আরও উৎসাহিত হচ্ছেন।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হলে এ বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। এর ফলে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে।

আরও পড়ুন: নাসিরনগরে বিএনপির উদ্যোগে দলের জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তিনি আরও জানান, সম্প্রতি আমদানির পাশাপাশি রপ্তানিও কিছুটা বেড়েছে। ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

এদিকে নতুন ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে, বর্তমান স্বচ্ছ ও অনুকূল পরিবেশ বজায় থাকলে এ লক্ষ্যও পূরণ সম্ভব হবে।