মুন্সীগঞ্জে যুবদলের সদস্য সচিবের পদ পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:২১ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানারের পদ পূর্ণ বহালের দাবীতে মুন্সীগঞ্জে রোববার (৭ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা শহরের থানারপুর এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে থানারপুর চত্বরে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মো. মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তাইজুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি।

আরও পড়ুন: কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রায়হান মানিক, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সরকার, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।

বক্তারা বলেন, যুবনেতা মাসুদ রানার স্বপদে বহাল করতে হবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি গত ফ্যাসিস সরকারের আমলে দলকে সংঘটিত করে আন্দোলন ও সংগ্রাম করেছেন এবং জেলজুলুমের শিকার হয়েছেন। তারা আরও বলেন, অবিলম্বে মাসুদ রানার স্বপদে বহাল না করলে আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: লাশ পড়ানো ও পুলিশের গাড়ি হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার