কুবি ছাত্রী ও তার মায়ের রহস্যজনক হত্যাকাণ্ড, পুলিশ তদন্তে
কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনার (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সোমবার ভোরে কালিয়াজুড়ি পিটিআই মাঠের পাশের নেলী কটেজ নামের ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার আগের রাতেই তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, আলাদা দুটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
অপরদিকে, শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে কান্দির পাড়ে মানববন্ধন করেছেন। মানববন্ধনের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি রয়েছে।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না





