নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় লতিফ হুজুর সহ গ্রেপ্তার ১৮

রাজবাড়ী গোয়ালন্দঘাটে নুরাল পাগলার মাজারে হামলা লাশ পুড়ানোর ঘটনায় নেতৃত্ব দেওয়া স্থানীয় লতিফ হুজুরসহ ১৮ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানায় রাজবাড়ীর গোয়ালন্দঘাটে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাংগা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে আজ সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় মা–মেয়েকে হত্যা: কবিরাজ মোবারক গ্রেপ্তার
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও মাজার ভাংগা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের পিতা মোঃ আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে গতরাতে একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: নগরকান্দায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি : আতঙ্কিত জনগণ