খালিয়াজুরীতে শিশু নির্যাতন মামলায় আসামি গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী (মাঝেরপাড়া) গ্রামে শিশু নির্যাতন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাহারুল ইসলাম ওরফে বাবুল শেখ (৫৬)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ শেখ ও মোসাম্মৎ জরিনা শেখের সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবুল শেখকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা নং–০১, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারা ১০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, শিশু নির্যাতন মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাবুল শেখ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে। তবে শিশুটির পরিবার এখনও আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ
এদিকে, শিশু নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনার প্রতি পুলিশের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, এ ধরনের আইনগত ব্যবস্থা ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।