লালমনিরহাটে চার মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়ীকে ১০ (দশ) বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছে বিজ্ঞ আদালত।
গত ৮ সেপ্টেম্বর লালমনিরহাটের বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। রায়ে বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন এবং রাষ্ট্রপক্ষ আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে সক্ষম হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে বকেয়া বেতন দাবিতে শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
দণ্ডপ্রাপ্তরা হলেন
১। মো. রাজিব হোসেন (২৫)
আরও পড়ুন: গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে ২ আ.লীগ নেতার পদত্যাগ
২। মো. বাচ্চু মিয়া (২২)
৩। মো. সুলতান সিকদার (২৮)
৪। মো. হারুন মিয়া (২৬)
আদালত আসামীদের প্রত্যেককে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ও আদালতের কঠোর রায়কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তারা মনে করেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজ থেকে মাদক অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।
লালমনিরহাট জেলা পুলিশ সকলকে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে বলেছে , মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।