ঈশ্বরগঞ্জে রাইসমিল ভাংচুর ও মালামাল লুটপাট করে জমি দখলের অভিযোগ

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:১২ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরসহ রাইসমিল ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামে।

এঘটনায় দুলাল মিয়া (৫২) সহ ৫ জনকে আসামি করে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন ভুক্তভোগী নূরুল ইসলাম (৬৫)।

আরও পড়ুন: গোয়ালন্দে লাশ পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাইসমিলটির ধ্বংসাবশেষ পড়ে আছে। অবশিষ্ট দুটি মেশিনের যন্ত্রাংশ, ভিটেতে থাকা ইট খুলে নিচ্ছে প্রতিপক্ষের লোকজন। অন্যপাশে পাকা ঘর তৈরির কাজ করছেন অভিযুক্ত দুলাল মিয়া।

ভুক্তভোগী নূরুল ইসলাম জানান, আমার পৈতৃক সম্পত্তিতে রাইসমিল তৈরি করে দীর্ঘদিন ধরে ধান ভাঙার ব্যবসা করে আসছিলাম। রোববার, প্রতিবেশী দুলাল তার লোকজন নিয়ে আমার ঘরসহ মিলটি লুটপাট করে নিয়ে গেছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

অভিযুক্ত দুলাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, মিলটি আমার জায়গায় ছিল। তাই আমি ভেঙে নিয়েছি।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি ওবায়দুর রহমান জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।