হঠাৎ দীর্ঘ বৈঠক

রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (১ নভেম্বর) একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘ড. ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে এই বৈঠকটি আজ রাতে হওয়ার কথা।’ তবে বৈঠকটি কী নিয়ে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

আরও পড়ুন: নির্বাচন কঠোর নিরাপত্তার চাদরে ডেকে ফেলার নির্দেশ

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তিন বাহিনীর প্রধান তাদের নিজ নিজ দফতর থেকে এরই মধ্যে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।