রেকর্ড ৭৩তম বারের মতো স্বর্ণের দাম বাড়ালো বাজুস
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (১ নভেম্বর) নতুন দরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: কর্মী ছাঁটাই নিয়ে বিপাকে ইসলামী ব্যাংক, আদালতে তলব শীর্ষ কর্তাদের
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী—
আরও পড়ুন: টানা চার দফা পতনের পর সোনার দামে বড় লাফ
* ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা,
* ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা,
* ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা
* এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৯৬ টাকা।
চলতি বছর এ নিয়ে ৭৩তম বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৫০ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস পায়।





