অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাত দলের বৈঠক আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ব্যাপারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচার দ্রুত শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।’ তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন করা হবে।

প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষভাবে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।

আরও পড়ুন: নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল