প্যারাজাম্প শেষে স্বাভাবিক মেট্রোরেল চলাচল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় প্যারাজাম্প কর্মসূচির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবার স্বাভাবিকভাবে চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় এবং বর্তমানে আগের মতোই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

আরও পড়ুন: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ

ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, “স্বল্প বিরতির পর মেট্রোরেল এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলাচল করছে।”

সরকারি ছুটির দিন হওয়ায় আজ শনিবার ও অন্যান্য ছুটির দিনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে বলে জানান তিনি। সে অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

আরও পড়ুন: মহান বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান

ডিএমটিসিএল আরও জানিয়েছে, নিয়মিত কর্মদিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সব স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপের সুযোগ থাকে। নির্ধারিত সময় শেষে সব টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যায়।