যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, নাগরিকত্বে সরাসরি পথ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ধনী ও যোগ্য বিদেশিদের নাগরিকত্বের সুযোগ দিতে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন একটি ভিসা কর্মসূচি চালু করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ বিষয়টি ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও তিনি এটি নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য এটি সরাসরি পথ হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন: রাতভর ঝড়-বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজার মানুষ

আবেদন ও ফি

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভিসার জন্য আবেদন করতে প্রথমে TRUMPCARD.gov ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

আরও পড়ুন: সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ইরান: আইআরজিসি

আবেদন ফি: ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা) — যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে।

আবেদন যাচাইয়ের পর চাঁদা/উপহার হিসেবে: ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা) দিতে হবে।

ওয়েবসাইটে এই অর্থকে “উপহার (Gift)” হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রিন কার্ডের মতো সুবিধা

ট্রাম্প জানান, এই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, কাজ ও ভ্রমণের সুযোগ পাবেন—যা গ্রিন কার্ডের সমতুল্য হলেও আরও “শক্তিশালী” বলে দাবি করেছেন তিনি।

আবেদের সাড়া

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে জানান, প্রাথমিক নিবন্ধন পর্যায়েই ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

লুটনিক বলেন, “সময় যত এগোবে, আমরা হাজার হাজার গোল্ড কার্ড বিক্রি করতে পারব এবং শত শত কোটি ডলার আয়ের সম্ভাবনা রয়েছে।”

বিশ্লেষকদের মত

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন ২০ জানুয়ারি ২০২৫ থেকে অবৈধ অভিবাসন দমনে কঠোর অভিযান চালাচ্ছে। এতে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে নতুন গোল্ড ভিসা কর্মসূচিকে ধনীদের জন্য একটি “সহজ নাগরিকত্ব পথ” এবং অভিবাসন নীতিতে ভারসাম্য আনার কৌশল হিসেবে দেখা হচ্ছে।