ডাকসুর আয়োজনে ‘যুদ্ধ দিনের গল্প শুনি’: মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত “যুদ্ধ দিনের গল্প শুনি” শীর্ষক অনুষ্ঠান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও ত্যাগের অনন্য সেতুবন্ধ রচনা করেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীনতার পতাকা সর্বপ্রথম উত্তোলনকারী, ১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন গোপন অভিযান, সম্মুখসমরের অভিজ্ঞতা ও স্বাধীনতার সূচনালগ্নের ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মূল্যবোধে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, শিক্ষক ও গবেষক মারদিয়া মমতাজ। মুক্তিসংগ্রামের সমসাময়িক ধারাবাহিকতায় জুলাই মাসে আহত হওয়ার স্মৃতিচারণ করেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চোখ হারানো লড়াকু জসীমউদ্দিন খান (খান জসীম) এবং একই ঘটনায় আহত শিক্ষার্থী সামিহা। তারা কঠিন সময়ের সেই অভিজ্ঞতা শেয়ার করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে তরুণদের অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আরও পড়ুন: আজ সারাদেশে স্কুলে ভর্তির ডিজিটাল লটারি, ফল দেখবেন যেভাবে
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে মুক্তিযুদ্ধের সংগ্রামী চেতনা তুলে ধরে কবিতা আবৃত্তি করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহীনুর রহমান।
ইতিহাস, সংগ্রাম ও প্রতিরোধের বহুমাত্রিক অভিজ্ঞতা নিয়ে সাজানো “যুদ্ধ দিনের গল্প শুনি” অনুষ্ঠান তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের শাস্তিতেও বৈষম্য





