গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে ২ আ.লীগ নেতার পদত্যাগ

Sanchoy Biswas
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের ২ নেতা। বিষয়টি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় কাশিয়ানী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে মো: হাকিম মোল্লা (৫৬) এবং একই গ্রামের মৃত মো: আয়নাল মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৫২)। উভয়েই কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আরও পড়ুন: গোয়ালন্দে ‘জিয়া স্মৃতি সংসদ’ উজানচর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটি গঠন

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, আমাদের অজান্তে ও মতামত না নিয়ে মহেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পদ দেওয়া হয়। এ ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা এখন পর্যন্ত এ পদের কোনো দায়িত্ব পালন করিনি। আমরা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ও দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

এ সময় সেখানে কাশিয়ানী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: এসপি জাহাঙ্গীর হোসেন