বগুড়ায় ‘রক্তস্পন্দন’-এর কিউআর কোড কার্যক্রমের উদ্বোধন করলেন ডা. পাভেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন ‘রক্তস্পন্দন’-এর কিউআর কোড সম্বলিত স্টিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টিকার স্ক্যানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

এছাড়া বক্তব্য দেন সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. মো. মেহরাব হোসেন অনি।

রক্তস্পন্দনের পক্ষ থেকে জানানো হয়, এই কিউআর কোড স্টিকার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি রক্তদানে আগ্রহী তরুণ প্রজন্মকে যুক্ত করার একটি নতুন উদ্যোগ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থী ও শজিমেক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, বগুড়া জেলা বিএমএ-এর আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, এবং বগুড়া জেলা ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী।

এছাড়া অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বগুড়া জেলা ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আল শাহরিয়ান খান আকাশ, ডা. মুশফিক সাহাব অভি, জুবায়ের তালহা তানবিন, ফয়সাল মাহবুব জয়, সাহানুর রহমান সুহান, মুহতাসিম আমিনুর ও তানভীর হোসেন প্রমুখ।

রক্তস্পন্দনের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ বগুড়ায় রক্তদানে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।