আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোববার (৭ সেপ্টেম্বর) রাত আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে পরদিন ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। দীর্ঘ প্রায় **৭ ঘণ্টা ২৭ মিনিট** স্থায়ী হবে এই গ্রহণ।

আরও পড়ুন: প্রযুক্তি কারও চাকরি কাড়ে না; কাড়ে সেই ব্যক্তি, যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনাকে পেছনে ফেলে দেয়

বিশেষজ্ঞদের মতে, পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত পুরোপুরি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া এই এলাকার আশপাশ থেকেও আংশিক গ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ দৃশ্য দেখা যাবে না।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার