হাটহাজারীতে সংঘর্ষ, শান্তি রক্ষায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আন্দুল্লাহ আল মুমিন এক আদেশে এ ঘোষণা দেন।
আদেশে বলা হয়, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় আজ রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে অবস্থান করাও সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার বিদেশী মদ ও নারীসহ পার্কে আটক
এর আগে শনিবার সকালে ফেসবুকে একটি অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পোস্টকারী আরিয়ান ইব্রাহিমকে পুলিশ আটক করে। তবে বিকেলে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোল চত্বরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এবং একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরে মাদরাসাশিক্ষার্থী ও সুন্নি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর