জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

আরও পড়ুন: টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শিক্ষক মোনামির দীর্ঘ ফেসবুক পোস্ট

এদিকে বিকেল ৩টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা। এ সময় ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগানও শোনা যায়।

এ বিষয়ে ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।”

আরও পড়ুন: ডাকসুর ফল আজ রাতেই ঘোষণা: প্রধান রিটার্নিং কর্মকর্তা

একই সঙ্গে শিবিরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।”

ভোটগ্রহণের শেষ মুহূর্তে এ ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে দেয়।