ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা এবং অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া সারাদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।
তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে—দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত—বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১
এদিন বিকেল থেকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে জমায়েত হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেন। এছাড়া শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বরেও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই অবস্থায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা চলছে
ফলাফল ঘিরে অসন্তোষের এক অংশ হিসেবে ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলও করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “ফলাফল প্রকাশের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সন্ধ্যার পর থেকে সদস্য বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ অন্যান্য বাহিনী।”