ক্যানসারের বিরুদ্ধে যুগান্তকারী সাফল্য: রাশিয়ার ভ্যাকসিন ট্রায়ালে সফল

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে রাশিয়া। তাদের তৈরি একটি নতুন ক্যানসার ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে এবং এটি এখন রোগীদের জন্য ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দিয়েছেন।

নতুন এই ভ্যাকসিনের নাম এন্টারোমিক্স। এটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির পর বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এটি প্রচলিত ভ্যাকসিনের মতো দুর্বল ভাইরাস ব্যবহার না করে, মানব শরীরের কোষগুলোকে এমনভাবে প্রশিক্ষিত করে যাতে তারা নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে পারে। এই প্রোটিনগুলো পরে ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয়।

আরও পড়ুন: মালয়েশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি: শতাধিক নিখোঁজ, ১০ জনকে জীবিত উদ্ধার

এফএমবিএ জানিয়েছে, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে আশাব্যঞ্জক ফলাফল হলো, কিছু ক্ষেত্রে এটি টিউমারের আকার ৬০% থেকে ৮০% পর্যন্ত ছোট করে দিয়েছে বা সেগুলোর বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। গবেষকরা আরও দেখেছেন, এই ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রাথমিকভাবে, এই ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার), বিভিন্ন ধরনের মেলানোমা (ত্বকের ক্যানসার) এবং চোখের মেলানোমার জন্যেও এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়, ঝুঁকিতে লাখো মানুষ