মালয়েশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি: শতাধিক নিখোঁজ, ১০ জনকে জীবিত উদ্ধার
মালয়েশিয়ার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। রোববার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১০ জনকে জীবিত এবং একজনের মৃতদেহ উদ্ধার করেছে। মালয়েশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে রয়েছেন তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, মিয়ানমারের বুথিডং এলাকা থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যাংকাউই দ্বীপের ঠিক উত্তরে তারুতাও দ্বীপের কাছাকাছি এলাকায় নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল
স্থানীয় পুলিশ প্রধান আদজলি আবু শাহ জানিয়েছেন, প্রথমে প্রায় ৩০০ যাত্রীকে একটি বড় নৌকায় করে পাঠানো হয়। তবে মালয়েশিয়া সীমান্তে পৌঁছানোর আগে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেওয়া হয়। প্রতিটি নৌকায় প্রায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিল। এর মধ্যে একটি নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন: যুদ্ধ চাই না, কিন্তু ‘যুদ্ধের জন্য প্রস্তুত’: আরাঘচি
দীর্ঘদিন ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মুসলিম রোহিঙ্গারা পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলমান। ফলে হাজার হাজার রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।
কিন্তু বিপজ্জনক এই যাত্রাপথে প্রায়ই নৌকা ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। জাতিসংঘের হিসেবে, চলতি বছরেই বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে অন্তত কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।





